২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০০ পিএম
পাপিয়ার বয়স ২ মাস ১৫ দিন পেরিয়ে গেছে। মা মানসিক ভারসাম্যহীন। নেই বাবার পরিচয়। বেড়ে উঠছে সরকারি আশ্রয় কেন্দ্রে। পরিবারের সবার আদর সোহাগে যে বয়সে বড় হওয়ার কথা, সেখানে পালিত হচ্ছে কাজের খালার হাতে। কত না অসহায় নিষ্পাপ শিশুটি। মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান। সেই পশুদের থাবায় সমাজ আজ ক্ষত-বিক্ষত। পশুত্বের লালসা থেকে বাদ যায় না মাতৃকুলের মানসিক ভারসাম্যহীনরাও।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |